[২১ জানুয়ারী ২০২৩
পিটিসি, টাঙ্গাইল ]
অদ্য ২১ জানুয়ারী ২০২৩ খ্রিঃ রোজ শনিবার প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী মহোদয় এর সভাপতিত্বে চলমান ৫২ তম টিআরসি ব্যাচ ২০২২ এর সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম সংক্রান্তে জুম মিটিংএর আয়োজন করা হয়।উক্ত মিটিং এ অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন জনাব মোঃময়নুল ইসলাম, এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, টাঙ্গাইল মহোদয়। এ সময় আরো সংযুক্ত ছিলেন জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ পুলিশ সুপার(প্রশাসন),জনাব আব্দুর রহিম শাহ চৌধুরী পুলিশ সুপার (ট্রেনিং),জনাব মারুফা নাজনীন অতিঃপুলিশ সুপার (ট্রেনিং),পিটিসি টাঙ্গাইলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।